Augrodut Fusion
Program
IPE (ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং)
ম্যানুফেকচারিং ও ম্যানেজমেন্ট - এই দুই বিষয়ের কম্বিনেশন হচ্ছে আই পি ই।এই বিভাগে প্রডাক্ট ডিজাইন,ম্যনুফেকচারিং এবং শিল্প প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সহ ইঞ্জিনিয়ারিং এর মৌলিক বিষয় সমূহ পড়ানো হয়ে থাকে। বর্তমানে বংলাদেশ তথা বহির্বিশ্বে চাকুরী ক্ষেত্রে এটি অত্যন্ত চাহিদাসম্পন্ন বিষয়।বিশেষ করে বাংলাদেশে রয়েছে এ বিষয়টির উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ দেরিতে হলেও বাংলাদেশ ধীরে ধীরে শিল্প ক্ষেত্রে উন্নত হচ্ছে। আর আই পি ই ইঞ্জিনিয়ার দের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
সাধারনত আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোতে ম্যনেজম্যন্ট কিংবা অর্থনীতির উপর কম গুরুত্ব দেয়া হয়। যা পরবর্তীতে চাকুরী ক্ষেত্রে নিতীবাচক প্রভাব ফেলে।এবং পরবর্তীতে অনেক কে বাধ্য হয়ে এম বি এ করতে হয়। কিন্তু আই পি ই তে ম্যনুফেকচারিং এর পাশাপাশি ম্যনেজম্যন্ট এর প্রতি জোর দেয়া হয় যার ফলে আই পি ই ইঞ্জিনিয়ার রা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ম্যনেজম্যন্ট বিষয়ে দক্ষতা লাভ করে।পাশাপাশি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে আই পি ই ডিপার্টমেন্ট আছে সবগুলো তেই রয়েছে দারুন ও সুসজ্জিত ল্যব ফ্যসিলিটি যা তোমাকে সকল নতুন নতুন যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দেবে। একই সাথে নিজের প্রতিভা কে বিকশিত করার সুযোগ করে দিবে।
IPE এর যে সকল স্থানে চাকুরী হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন দেশী ও মাল্টিন্যশনাল ইন্ডাস্ট্রি (যেমনঃ হাতিল,নাভানা,লাফারজ সুরমা সিমেন্ট,মেঘনা সিমেন্ট, অটবি ফার্নিচার) এবং বিভিন্ন উন্নত মানের গার্মেন্টস সহ আরো বেশ কিছু জায়গায়।
বর্তমানে বাংলাদেশের বুয়েট, কুয়েট, রুয়েট, সাস্ট, AUST ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পড়ানো হয়।বুয়েট ও রুয়েট এ আই পি ই এর আসন সংখ্যা ৩০ টি। কুয়েট, সাস্ট, AUST, JSTU তে আসন সংখ্যা যথাক্রমে ৬০ টি,৫০ টি,১০০ টি এবং ৩০ টি করে।
যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাল পজিশনে চান্স পেয়েছ কিংবা ভবিষ্যতে পাবে তারা একটু ভেবে দেখ তোমরা তোমাদের ভবিষ্যতের স্বপ্ন সারথী হিসেবে আই পি ই সাবজেক্ট টিকে বেছে নেবে কিনা। choice is urs
লিখেছেন
Shahrukh Rigan
IPE, SUST '10