Augrodut Fusion
Program
MTE (Mechatronics Engineering)
ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এর মধ্যে advance technological একটা ব্রাঞ্চ হচ্ছে Mecatronics Engineering বা সংক্ষেপে MTE. বিভিন্ন দেশে এটি Electromechanical Engineering নামে পরিচিত। কারণ এর মধ্যে আছে Electrical আর Mechanical Engineering এর এক অপূর্ব সমন্বয়। আরও আছে Electronics এবং Computer Science এর কিছু কথা।
বাংলাদেশে এর Demand দিন দিন বাড়ছে। যদিও বিদেশে এর ডিমান্ড অনেক বিশেষ করে জার্মানি এবং যুক্তরাষ্ট্রে।
মেকাট্রনিক্স এ গ্র্যাজুয়েশনধারী একজন বড়ভাই এর সাথে কথা হয়েছিল একবার উনি বাংলাদেশে এর অবস্থান সম্পর্কে যে মন্তব্য করেছেন তা হল, “It is a good and very emerging subject for Bangladesh and first world country.”
এবারে আসা যাক এতে আসলে কি কি পড়ানো হয়ঃ
-
Robotics
-
Mechanical Engineering
-
Electrical Engineering
-
Computer Science
-
System & Control Engineering
-
Optical Mechanics
-
Computer Aid Design
-
Medical Mechatronics
-
Sensing and Control System
-
Automotive Engineering
যেহেতু এর বিচরণ সবক্ষেত্রে তাই চাকরির ক্ষেত্রটাও যথেষ্ট ভালো।
এবারে আসা যাক কি কি ক্ষেত্রে চাকরি করতে পারবেঃ
-
Textile Sector
-
Aeronautical Engineering
-
Telecommunication Engineering
-
Software Engineering
-
Robot Design
-
Production House
-
Fuel & Energy
-
PLC based System design
-
Pharmaceutical Industries
-
Microcontroller Systems
MTE হচ্ছে সুক্ষ সব ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কাজকারবার। মনে কর Industry তে Electrical & Mechanical ইঞ্জিনিয়ার খুব দরকার। সেক্ষেত্রে MTE Graduate কে চাইলেও নিতে পারে।
Salary নিয়ে কিছু কথাঃ
বর্তমানে আমেরিকাতে একটি ওয়েবসাইটে দেখেছিলাম গড়ে একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারের বেতন $83,000 পর্যন্ত হতে পারে।
Weblink: http://www.indeed.com/salary/Mechatronics-Engineering.html
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর ভেতরে এবছর প্রথম রুয়েটে এই হাই ভোল্টেজ (!!!) বিষয়টি খোলা হয়েছে। বাংলাদেশে World University নামে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়েও এ বিষয়টি পড়ানো হয়।
আমাদের কাজ হচ্ছে বিষয়টা যাচাই করে Information দেয়া। এখন সিদ্ধান্ত নিতান্তই তোমার। সবার জন্য শুভকামনা।